Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

সমাজসেবা অধিদফতর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যতম জাতিগঠনমূলক দফতর হিসাবে দেশের দুঃস্থ, দরিদ্র, অবহেলিত, অনগ্রসর,  সুযোগ-সুবিধাবঞ্চিত, সমস্যাগ্রস্ত পশ্চাৎপদও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সেবাপ্রদান করছে। লক্ষ্যভুক্ত এ সকল জনগোষ্ঠীকে মানব সম্পদে পরিণত করে সমাজসেবা অধিদফতর দারিদ্র্য বিমোচন এবং সামাজিক নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ লক্ষ্যে সমাজসেবা অধিদফতরের আওতাধীন শহর সমাজসেবা কার্যালয়, বান্দরবান পার্বত্য জেলার কর্তৃক গত তিন বছরে ৯৪৬ জন বয়স্ক ভাতাভোগী, ৭৪৫ জন বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগী, ৫১ জন অনগ্রসর জনগোষ্ঠীদের বিশেষ বয়স্ক ভাতাভোগী, ০২ জন অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, ৪৬৫ জন অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগী, ৭২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি সর্বমোট ২ হাজার ২৮১ জন ভাতাভোগী’র নামে বিকাশ নাম্বারের হিসাব খোলা হয়েছে এবং সকল ভাতাভোগীর G2P পদ্ধতিতে ইএফটি মাধ্যমে সরাসরি  ভাতার অর্থ পরিশোধ করা হচ্ছে। ৫৪৫ জন প্রতিবন্ধী ব্যক্তির সনাক্তকরণ সম্পন্ন করেছে এবং এ সনাক্তকরণ প্রক্রিয়া চলমান। বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীদের বিশেষ বয়স্ক ভাতাভোগী, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি এবং অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগীদের ডিজিটাল তথ্য ভান্ডার (MIS) ইতোমধ্যে শতভাগ সম্পন্ন হয়েছে।